নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ খোয়াইয়ের প্রিজন ভ্যানের অবস্থা শোচনীয়৷ নামেই প্রিজন ভ্যান৷ঝরঝর শব্দ করে হাঁপিয়ে ছুটে৷ যেন গাড়ির নিজের প্রাণবায়ুই বেরিয়ে যাওয়ার মতো উপক্রম৷ খোয়াই মহকুমা কারাগার থেকে আদালতে অভিযুক্ত আর আসামীকে আনা নেওয়ার কাজে ব্যাবহারের জন্যই এই প্রিজন ভ্যান৷যদিও গাড়িটি কারাগার কর্তৃপক্ষের নয়৷বা রাজ্যের কারা দপ্তরেরও নয়৷মূলতঃ এটি পুলিশের গাড়ি৷ আপাততঃ কারাগারের আসামী আর অভিযুক্তদের আদালতে আনা নেওয়ার কাজে গাড়িটি ব্যাবহার করে পুলিশ৷
গাড়িটির অবস্থা এতটাই শোচনীয় যে, ওপরের ছাদ দিয়ে জল পড়ে ভেতরে৷ বৃষ্টি হলে রক্ষে নেই৷ পুলিশ, অভিযুক্ত আর আসামীকে ভিজে জবজবে হয়ে যেতে হয়৷ গাড়ির ভেতরে থাকা কাগজপত্রও ভিজে একশেষ৷ প্রিজন ভ্যানটি ব্যাবহার করাটাই এখন সমস্যা হয়ে দেখা দিয়েছে৷ পুলিশ কর্মীরা, যারা কারাগার থেকে আদালতে আসামী আর অভিযুক্তদের আদালতে প্রতিদিন আনা নেওয়ার সরকারী কাজে যুক্ত, তারা প্রিজন ভ্যানটির সংস্কার বা নতুন প্রিজন ভ্যানের দাবী জানিয়েছেন৷