কাঠমান্ডু, ৪ মে (হি.স.): অভ্যন্তরীণ টার্মিনাল বিল্ডিংয়ে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। ‘বিমানবন্দর সম্পূর্ণ নিরাপদ’, এই বিষয়টি নিশ্চিত হওয়ার পরই কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঘরোয়া উড়ান পরিষেবা স্বাভাবিক করা হয়েছে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার প্রেম নাথ ঠাকুর জানিয়েছেন, বিমানবন্দরে উড়ান পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে।
অভ্যন্তরীণ টার্মিনাল বিল্ডিংয়ে সন্দেহজনক বস্তু দেখা গিয়েছে, বুধবার সকালে কেউ একজন ফোন করে এমনটাই জানায় বিমানবন্দর কর্তৃপক্ষকে। তৎক্ষণাৎ অভ্যন্তরীণ টার্মিনাল বিল্ডিং থেকে সমস্ত যাত্রীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। চিরুনি তল্লাশি চালানো হয়, কিন্তু কিছুই পাওয়া যায়নি। পরে জানানো হয় বিমানবন্দর সম্পূর্ণ নিরাপদ। তারপরই উড়ান পরিষেবা স্বাভাবিক করা হয়েছে।