পিয়ং ইয়াং, ৪ মে (হি. স.): মার্কিন হুঁশিয়ারি উড়িয়ে ফের অস্ত্র পরীক্ষার পথে হাঁটল উত্তর কোরিয়া। বুধবার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাল কিম-জং-উনের দেশ। জাপানের প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, পারমাণবিক অস্ত্রধারী দেশটি অস্ত্র পরীক্ষার দ্রুত গতি অব্যাহত রেখেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও জাপান সাগরে একটি অজ্ঞাত মিসাইল উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে।
গত কয়েক মাস ধরে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মাঝে আমেরিকার নৌসেনা বিশাল নৌহবর নিয়ে উপস্থিত হয় কোরিয়া পেনিনসুলার কাছে। চিনও তাদের নৌবহর নিয়ে তৈরি হয় দক্ষিণ চিন সাগরে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বিভিন্ন দেশের তরফে উত্তর কোরিয়াকে বার বার সতর্ক করার সত্ত্বেও তারা পারমাণবিক অস্ত্র পরীক্ষা জারি রেখেছে।