মুম্বই, ৪ মে (হি.স.) : শর্তসাপেক্ষে জামিন পেলেন মহারাষ্ট্রের সাংসদ নভনীত রাণা ও তাঁর স্বামী বিধায়ক রবি রাণা। দেশদ্রোহিতা মামলায় বুধবার বেশ কিছু শর্তে নভনীত ও রবিকে জামিন দিয়েছে মুম্বইয়ের দায়রা আদালত। নভনীত ও তাঁর স্বামীকে তদন্ত ও জিজ্ঞাসাবাদে সহযোগিতা করতে বলা হয়েছে। পাশাপাশি পুলিশকেও নির্দেশ দিয়েছে আদালত, আদালতের নির্দেশ অনুযায়ী, ২৪ ঘণ্টার আগাম নোটিশ জারি করতে হবে উভয়কে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবনের বাড়ির হনূমান চালিশা পাঠ করার চেষ্টার জন্য নভনীত রাণা ও তাঁর স্বামী রবি রাণার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের হয়। অভিযোগ, তাঁরা সাম্প্রদায়িক হিংসা উস্কে দেওয়ার চেষ্টা করেছিলেন।
অবশেষে বুধবার ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে নভনীত রাণা ও তাঁর স্বামী রবি রাণাকে জামিন প্রদান করেছে মুম্বইয়ের দায়রা আদালত। একইসঙ্গে বেশি কিছু শর্ত আরোপ করেছে আদালত। নভনীত ও রবির আইনজীবী রিজওয়ান মার্চেন্ট জানিয়েছেন, “নভনীত ও রবিকে জামিন দিয়েছে আদালত। বেশি কিছু শর্ত আরোপ করা হয়েছে। তাঁদের তদন্ত ও জিজ্ঞাসাবাদে সহযোগিতা করতে বলা হয়েছে। তাঁদের ২৪ ঘণ্টার আগাম নোটিশ জারি করারও নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।” আইনজীবী আরও জানিয়েছেন, “আরেকটি শর্ত হল প্রমাণ টেম্পারিং করা যাবে না। মিডিয়াকে কোনও রকম সাক্ষাৎকার দিতে পারবেন না তাঁরা।”