ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মে।। মিশ্র ফলাফল করলো ত্রিপুরা। জাতীয় অনূর্ধ্ব-১০ দাবা প্রতিযোগিতায়। জম্মুতে রবিবার শেষ হয় আসর। তাতে বালক বিভাগে গুজরাটের ভিভান বিশাল শাহ ১১ রাউন্ডে ৯ পয়েন্ট পেয়ে এবং বালিকা বিভাগে কর্ণাটকের ছার্বি এ সাড়ে ১০ পয়েন্ট পেয়ে ভারত সেরার সম্মান পেয়েছে। বালক বিভাগে রাজ্যের দাবাড়ুদের মধ্যে সাড়ে ৫ পয়েন্ট পেয়ে মেহেকদ্বীপ গোপ ৭২ তম,শাক্য সিংহ মোদক ৭৯ তম, সাড়ে ৪ পয়েন্ট পেয়ে রুদ্রনীল দেবনাথ ১১০ তম এবং ৪ পয়েন্ট পেয়ে প্পরাঞ্জল দেবনাথ ১২৩ তম স্থান পেয়েছে। মোট ১৫০ জন দাবাড়ু ওই বিভাগে অংশ নিয়েছিলো। বালিকা বিভাগে রাজ্যের দাবাড়ুদের মধ্যে আরাধ্যা দাস ৬ পয়েন্ট পেয়ে ৩৯ তম স্থান এবং ৩ পয়েন্ট পেয়ে স্বস্তিরূপা শীল ৮৫ তম স্থান পেয়েছে। বালিকা বিভাগে অংশ নিয়েছিলো মোট ৯০ জন দাবাড়ু। প্রসঙ্গত: জাতীয় আসরে অংশ নেওয়া ৬ দাবাড়ুই মেট্রিক্স চেস আকাদেমিতে প্রশিক্ষণরত।
2022-05-02