BRAKING NEWS

GST: জিএসটি সংগ্রহের রিপোর্ট প্রকাশ, অরুণাচল প্রদেশে রেকর্ড বৃদ্ধি, মণিপুরে অস্বাভাবিক হারে কমল জিএসটি আদায়

আগরতলা, ২ মে(হি. স.): জিএসটি রাজস্ব আদায়ে উত্তর-পূর্বাঞ্চলে রাজ্যগুলির মধ্যে অরুণাচল প্রদেশে রেকর্ড বৃদ্ধি হয়েছে। তেমনি, মণিপুরে অস্বাভাবিক হারে জিএসটি রাজস্ব আদায় কমেছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এক বছরের জিএসটি সংগ্রহের রাজ্যভিত্তিক হিসেব প্রকাশ করেছে। তাতে, পূর্বোত্তরের রাজ্যগুলির জিএসটি সংগ্রহের হিসেব মিলেছে।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশজুড়ে জিএসটি সংগ্রহে সর্বকালের রেকর্ড বৃদ্ধি হয়েছে। তেমনি, পূর্বোত্তরে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, অসম, মেঘালয় এবং সিকিমের জিএসটি সংগ্রহের হার এপ্রিল ২০২১-র তুলনায় এপ্রিল ২০২২-এ বৃদ্ধি হয়েছে। কিন্ত, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ওই সময়ে জিএসটি সংগ্রহের হার কমেছে।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রিপোর্টে ২০২১ সালের এপ্রিলে অরুণাচল প্রদেশ ১০৩ কোটি টাকা, নাগাল্যান্ড ৫২ কোটি টাকা, অসম ১১৫১ কোটি টাকা, মেঘালয় ২০৬ কোটি টাকা এবং সিকিম ২৫৮ কোটি টাকা সংগ্রহ করেছিল। সেই তুলনায় ২০২২ সালের এপ্রিলে অরুণাচল প্রদেশ ১৯৬ কোটি টাকা, নাগাল্যান্ড ৬৮ কোটি টাকা, অসম ১৩১৩ কোটি টাকা, মেঘালয় ২২৭ কোটি টাকা এবং সিকিম ২৬৪ কোটি টাকা সংগ্রহ করেছে। বৃদ্ধির হারে অরুণাচল প্রদেশ ৯০ শতাংশ, নাগাল্যান্ড ৩২ শতাংশ, অসম ১৪ শতাংশ, মেঘালয় ১০ শতাংশ এবং সিকিম ২ শতাংশ জিএসটি সংগ্রহ বেড়েছে।

অন্যদিকে, ২০২১ সালের এপ্রিলে ত্রিপুরা ১১০ কোটি টাকা, মিজোরাম ৫৭ কোটি টাকা এবং মণিপুর ১০৯ কোটি টাকা সংগ্রহ করেছিল। সেই তুলনায় ২০২২ সালের এপ্রিলে ত্রিপুরা ১০৭ কোটি টাকা, মিজোরাম ৪৬ কোটি টাকা এবং মণিপুর ৬৯ কোটি টাকা সংগ্রহ করেছে। তাতে, ত্রিপুরায় ৩ শতাংশ, মিজোরামে ১৯ শতাংশ এবং মণিপুরে ৩৩ শতাংশ জিএসটি সংগ্রহ হ্রাস পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *