BRAKING NEWS

মাস্টার্স অ্যাথলেটিক্স আজ সম্পন্ন, রেকর্ড সাফল্যের লক্ষ্যে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল।। চেন্নাইয়ে আয়োজিত ৪২-তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আগামীকাল শেষ হচ্ছে। চার দিনের শেষে তিনটি স্বর্ণ পদকসহ মোট ২২টি পদক পেয়ে, ত্রিপুরা পদক তালিকার অনেকটা উঁচুতে রয়েছে। আগামীকাল শেষদিনেও ত্রিপুরার ঝুলিতে বেশকটি পদক আসবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। আজ, শনিবার আসরের চতুর্থ দিনে ত্রিপুরার মাস্টার্স অ্যাথলেটরা দারুণ সাফল্য পেয়েছেন। দুটো করে স্বর্ণ ও রৌপ্য পদক সহ মোট ৬টি পদক এসেছে ত্রিপুরা শিবিরে। তামিলনাড়ুর চেন্নাইয়ে নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ৪২-তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। সারাদেশের প্রতিটি রাজ্যের মতো ত্রিপুরা থেকেও জাম্বু টিম সেখানে অংশ নিয়েছে। পুরুষ-মহিলা উভয় বিভাগে বয়স ভিত্তিক বিভিন্ন গ্রুপে অংশ নিয়ে প্রথম দিন থেকেই পদক জয় অব্যাহত রেখেছে ত্রিপুরার মাস্টার্স অ্যাথলেটরা। তৃতীয় দিন পর্যন্ত একটি স্বর্ণ ও একটি রৌপ্য সহ মোট ১৬টি পদক পেয়েছিল। আজ, শনিবার চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনেও রাজ্য দলের ঝুলিতে প্রত্যাশিত ৬টি পদক এসেছে। উল্লেখ্য, অল্পের জন্য আরও একটি পদক হাতছাড়া হয়েছে ত্রিপুরার। বলাবাহুল্য, ৩০ বছর গ্রুপে পুরুষ বিভাগে বিপ্লব মজুমদার ৩০০০ মিটার স্টিপল চেজে ১২:৪৯.০৫ মিনিট সময় নিয়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক পেয়েছেন। একই গ্রুপে মোঃ জহর মিয়া ৪০০ মিটার হার্ডেল দৌড়ে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক পেয়েছেন। ৩৫ বছর গ্রুপে মহিলা বিভাগে রিঙ্কু সরকার দেড় হাজার মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক পেয়েছেন। ৫০ বছর গ্রুপে পুরুষ বিভাগে তপন শীল এবারও লংজাম্পে ভারত সেরার খেতাব পেয়েছেন। তপন ৫.৪১ মিটার দূরত্ব লাফিয়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক পেয়েছেন। ৫৫ বছর গ্রুপে মহিলা বিভাগে সবিতা দাস ট্রিপল জাম্পে দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক পেয়েছেন। ৭০ বছর গ্রুপে পুরুষ বিভাগে অবাক করে দিয়েছেন ত্রিপুরার ভেটারেন ক্রীড়াবিদ সাধন বৈদ্য। তিনি ২০০ মিটার হার্ডেল রেইসে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক পেয়েছেন। উল্লেখ্য, ৩০ বছর গ্রুপে পুরুষ বিভাগে জামাল হোসেন ১৫০০ মিটার দৌড়ে চতুর্থ স্থান পাওয়ার কারণে একটি পদক হাতছাড়া হয়েছে রাজ্য শিবিরে। আগামীকাল অন্তিম দিনে ত্রিপুরার মাস্টার্স অ্যাথলেটরা চেষ্টা করবে ত্রিপুরার ঝুলিতে আরও পদক আনা যায় কিনা। চেন্নাই থেকে রাজ্য দলের কোচ অমিয় দাস পদক জয়ের বিস্তারিত খবর জানানোর পাশাপাশি বলেছেন এবার রেকর্ড সাফল্যের লক্ষ্যেই সকলে চেষ্টা করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *