রাজৌরি, ২৯ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে সন্দেহজনক এক ব্যক্তিকে পাকড়াও করল সেনাবাহিনী। আটক করার পর ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ ওই সন্দেহভাজন ব্যক্তিকে জেরা করছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজৌরি জেলার তারকুন্ডি এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা যায় ওই ব্যক্তিকে।
তখনই ওই ব্যক্তিকে পাকড়াও করেন সেনাবাহিনীর জওয়ানরা। সীমান্তবর্তী কোনও একটি গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি। তার নাম ও পরিচয় জানা যায়নি। ফরওয়ার্ড এলাকায় ঘোরাঘুরির কারণে তাকে পাকড়াও করা হয়েছে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই ব্যক্তিকে আপাতত জেরা করা হচ্ছে।