BRAKING NEWS

NCB : দিল্লির শাহিনবাগ থেকে ৫০ কেজি হেরোইন, ৩০ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করল এনসিবি

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.) : বৃহস্পতিবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) দিল্লি শাখা দিল্লির শাহিনবাগের জামিয়া নগর এলাকায় একটি আবাসিক এলাকা থেকে ৫০ কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে। এর পাশাপাশি ৩০ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।

এনসিবি-র ডেপুটি ডিরেক্টর জেনারেল (ডিডিজি) অপারেশনস সঞ্জয় সিংয়ের মতে, বাজেয়াপ্তদ করা হেরোইন আফগানিস্তান থেকে এসেছে এবং মাদকের অর্থ হাওয়ালার মাধ্যমে পাঠানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সন্দেহভাজন ৪৭ কেজি মাদক পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ওষুধগুলো ব্যাকপ্যাকে ও পাটের ব্যাগে রাখা ছিল এবং ই-কমার্স কোম্পানির প্যাকেটে মোড়ানো ছিল।

এই আন্তর্জাতিক ড্রাগ সিন্ডিকেটের সঙ্গে সন্দেহজনক যোগসূত্রের কারণে সংস্থা পঞ্জাব, উত্তরপ্রদেশ, দিল্লি এবং হরিয়ানায় অভিযান চালিয়েছে। সিং আরও বলেন, সিন্ডিকেট সমুদ্র এবং সীমান্ত পথ দিয়ে ভারতে পণ্য পাচার করে তারা বৈধ পণ্য এবং কার্গোতে হেরোইন লুকিয়ে রাখত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *