নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): আগামী মে মাসে ত্রিদেশীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২ থেকে ৪ মে জার্মানি, ডেনমার্ক ও ফ্রান্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২২ সালে এটাই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। বুধবার ভারতীয় বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২ থেকে ৪ মে জার্মানি, ডেনমার্ক ও ফ্রান্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জার্মানির রাজধানী বার্লিনে গিয়ে জার্মানির ফেডারেল চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও ভারত-জার্মানি আন্তঃসরকারি পরামর্শের (আইজিসি) ষষ্ঠতম সংস্করণের সহ-সভাপতিত্ব করবেন এই দুই নেতা। বিদেশমন্ত্রক আরও জানিয়েছে, জার্মানি সফর শেষে, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের আমন্ত্রণে কোপেনহেগেনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডেনমার্ক আয়োজিত দ্বিতীয় ভারত-নর্ডিক সামিটেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফরের একেবারে অন্তিম পর্যায়ে, ৪ মে প্যারিসে সংক্ষিপ্ত যাত্রা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করবেন।

