কুমারঘাট, ২৭ এপ্রিল : কুমারঘাটের গোকুলনগর থেকে গঙ্গানগরগামী রাস্তায় একটি কালভার্ট নির্মাণের দাবিতে অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, গোকুল নগর থেকে গঙ্গাসাগর যাবার পথে রাস্তায় একটি কালভার্ট না থাকার ফলে যাতায়াতে জটিল সমস্যার সৃষ্টি হচ্ছে। একটি কালভার্টের নির্মাণের জন্য দীর্ঘদিন ধরেই এলাকার জনগণ দাবি জানিয়ে আসছেন। কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।
এলাকার জনগণের অভিযোগ, কালভার্ট না থাকার ফলে ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল কষ্টকর হয়ে উঠেছে। জরুরী প্রয়োজনে কিংবা এলাকায় অগ্নিসংযোগ ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি পর্যন্ত যাতায়াত করতে পারছে না। এলাকার কোন মানুষ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে সমস্যার সৃষ্টি হচ্ছে। সে কারণেই এলাকার জনগণ কালভার্ট নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন।
কালভার্ট নির্মাণের দাবিতে বুধবার বেলা ১ টা থেকে পথ অবরোধ করা হয়। অবরোধের ফলে গোকুলনগর-গঙ্গানগর সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রশাসনের তরফ থেকে স্থানীয় জনগণকে আশ্বস্ত করা হয়েছে খুব শীঘ্রই এলাকায় একটি কালভার্ট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রশাসনের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পর এলাকাবাসী অবশেষে পথ অবরোধ প্রত্যাহার করে নেন।