নিউইয়র্ক, ২৬ এপ্রিল (হি.স.): মালিকানা বদল হয়ে গিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটারের। সোমবার টুইটার কিনে নিয়েছেন আমেরিকার ধনকুবের এলন মাস্ক। ৪,৪০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩,৩৬,৯৪১ কোটি ২২ লাখ টাকা)-এর বিনিময়ে এই মাইক্রোব্লগিং সাইটের মালিকানা পেলেন তিনি। এলন মাস্কের হাতে চলে গেলে টুইটারের ভবিষ্যৎ হবে ‘অন্ধকার’, বিক্রির আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন টুইটারের সিইও পরাগ আগরওয়াল। টুইটারের ভবিষ্যতের কার্যপ্রণালী ব্যাহত হবে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। পরাগ বলেছেন, ‘‘টুইটার এক বার হস্তান্তর হয়ে গেলে এই সংস্থা কী ভাবে কাজ করবে তা আমরা জানি না।’’
সোমবার টুইটার কিনে নিয়েছেন আমেরিকার ধনকুবের এলন মাস্ক। শেয়ার কেনার জন্য পুরো টাকাটাই মাস্ক নগদে দিচ্ছেন বলেও জানা গিয়েছে। মালিকানা বদলের পর এ বার কী সিইও বদল হতে পারে টুইটারের? এই প্রশ্নও ঘোরাফেরা করছে। আর তা ঘটলে চুক্তি অনুযায়ী ৪২ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৩২১ কোটি ১১ লক্ষ টাকা) পাবেন টুইটারের সিইও পরাগ। ১২ মাসের মধ্যে তাঁকে পদ থেকে সরালে এই বিপুল পরিমান টাকা দিতে হবে।