Thief : শহরের বিদ্যালয়ে ১২টি বৈদ্যুতিক পাখা চুরি

আগরতলা, ২৫ এপ্রিল : আবারও আগরতলা শহরের বিদ্যালয়ে চোরের হানা। শহরের নামিদামি স্কুল ক্যাপিটাল কমপ্লেক্স সংলগ্ন ভগৎ সিং স্কুল। সেই স্কুলের ১২ টি বৈদ্যুতিক পাখা নিয়ে গেছে চোরের দল। ঘটনায় ক্ষোভ অভিভাবকদের মধ্যে। সোমবার সকালে স্কুলের শিক্ষক এসে বিদ্যালয় কক্ষের দরজা খুলে দেখতে পান ১২টি বৈদ্যুতিক পাখা গায়েব। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করেছে। 

অভিযোগ বেশ কিছুদিন ধরেই বিদ্যালয়ের বিভিন্ন জিনিস সহ আসবাবপত্র চুরির ঘটনা ঘটেছিল। অভিভাবকদের দাবি এর আগে বেশ কয়েকবার থানায় জানিয়েছেন তাঁরা বিষয়টি। কিন্তু পুলিশ উপযুক্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বর্তমানে ভগৎ সিং হিন্দি স্কুলটি বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় এসেছে। কিন্তু বিদ্যালয় বিভিন্ন সমস্যা রয়েছে বলে অভিযোগ অভিভাবক মহলের। তাদের দাবি শিক্ষামন্ত্রী  সহ মুখ্যমন্ত্রী এই বিদ্যালয়টির দিকে যেন সদর্থক দৃষ্টি প্রদান করেন। এই তীব্র গরমে এমনিতেই ছাত্র-ছাত্রীদের নাজেহাল অবস্থা। তারমধ্যে বৈদ্যুতিক পাখা গুলি চুরির পর ছাত্র-ছাত্রীরা কিভাবে পঠনপাঠন করবেন তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবক মহল। বিদ্যালয়ের এহেন পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ওপর যথেষ্ট বিরূপ প্রভাব পড়ছে বলেও অভিমত অভিভাবক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *