প্রয়াগরাজ, ২৩ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে একই পরিবারের ৫ সদস্যকে নৃশংসভাবে হত্যা করল দুষ্কৃতীরা। মৃত ৫ জনের মধ্যে একটি শিশুও রয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোররাতের মধ্যে, ঘুমের মধ্যেই ৫ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। প্রয়াগরাজের গঙ্গাপাড় এলাকার ঘটনা। মৃতদের নাম-রাজকুমার যাদব (৫৫), তাঁর স্ত্রী কুসুম (৫০), মেয়ে মণীষা (২৫), পুত্রবধূ সবিতা (৩০) ও সবিতার মেয়ে দুই বছর বয়সী সাক্ষী। ঘটনার সময় বাড়িতে ছিলেন না রাজকুমারের ছেলে সুনীল, একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, প্রয়াগরাজ জেলার থারভাই থানার অন্তর্গত ওয়াজিরপুর গ্রামের বাসিন্দা ছিলেন রাজকুমার। শুক্রবার রাতে বাড়িতে সবাই ঘুমিয়েছিলেন, শুধুমাত্র ছেলে সুনীল বাড়িতে ছিলেন না। পুলিশের প্রাথমিক অনুমান, শুক্রবার রাত থেকে শনিবার ভোররাতের মধ্যে পরিবারের সমস্ত সদস্যকে কুপিয়ে খুন করেছে দুষ্কৃতীরা। পুলিশ মনে করছে, এটি লুটের ঘটনা। কারণ, ঘর থেকে মূল্যবান সামগ্রী ও নগদ টাকা খোয়া গিয়েছে। শনিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে এসেছে। দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।