BRAKING NEWS

Football : ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ হচ্ছেন নেদারল্যান্ডসের এরিক টেন হ্যাগ

ম্যানঞ্চেস্টার, ২১ এপ্রিল (হি.স.) : জল্পনার অবসান। শেষ পর্যন্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ হতে চলেছেন নেদারল্যান্ডসের এরিক টেন হ্যাগ। ৫২ বছর বয়সী হ্যাগ আগামী মরসুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেবেন। তাঁর সঙ্গে ক্লাবের চুক্তির মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত। প্রয়োজনে তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর শর্তও রাখা হয়েছে। হ্যাগ এখন আয়াখস আমস্টারডামের দায়িত্বে রয়েছেন। তাঁর সঙ্গে আয়াখসের চুক্তি ছিল আরও দু বছরের। কিন্তু মাঝ পথে চুক্তি ছেড়ে বেরিয়ে আসতে চাওয়ায় আয়াখসকে ২০ লক্ষ ইউরো দিতে হচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। চার বছরের বেশি সময় ধরে আয়াখসের কোচ রয়েছেন হ্যাগ। তাঁর কোচিংয়ে আয়াখস ২০১৮-১৯ এবং ২০২০-২১ মরসুমে ডাচ লিগ চ্যাম্পিয়ন হয়েছে। চলতি মরসুমেও আয়াখস চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে। এখন দেখার ম্যান ইউ-র দায়িত্ব নেওয়ার আগে হ্যাগ আয়াখসকে আবার ডাচ লিগ চ্যাম্পিয়ন করে আসতে পারেন কি না।

আপাতত ম্যান ইউর দায়িত্বে রয়েছেন জার্মান কোচ রালফ রাংনিক। কিন্তু এই কোচের অধীনে ম্যান ইউ-র কোনও সাফল্য নেই। কদিন আগে তাদের ৪-০ গোলে হারিয়ে দিয়েছে লিভারপুল। তাই রাংনিকের সঙ্গে যে ক্লাবের বিচ্ছেদ আসন্ন সে নিয়ে কোনও সংশয় ছিল না। নতুন কোচের দৌড়ে ছিলেন এরিক টেন হ্যাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *