Narendra Modi: ভারতে স্টার্টআপের স্বর্ণযুগ শুরু হয়েছে : প্রধানমন্ত্রী

গান্ধীনগর, ২০ এপ্রিল (হি.স.): ভারতে স্টার্টআপের স্বর্ণযুগ শুরু হয়েছে। উচ্ছ্বাসের সঙ্গে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “বলতে গেলে ভারতে এই মুহূর্তে ইউনিকর্নের যুগ চলছে। ২০২২ সালেই, এখনও পর্যন্ত ভারতের ১৪টি স্টার্টআপ ইউনিকর্ন ক্লাবে যোগ দিয়েছে। আমি নিশ্চিত খুব শীঘ্রই আমাদের আয়ুষ স্টার্টআপগুলিও ইউনিকর্ন হিসাবে আবির্ভূত হবে।” বুধবার গুজরাটের গান্ধীনগরে গ্লোবাল আয়ুষ বিনিয়োগ ও উদ্ভাবন শিখর সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, “ভারত একটি বিশেষ আয়ুষ চিহ্ন তৈরি করতে চলেছে। এই চিহ্নটি ভারতে তৈরি সর্বোচ্চ মানের আয়ুষ পণ্যগুলিতে প্রয়োগ করা হবে। এই আয়ুষ চিহ্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে সজ্জিত করা হবে। এই চিহ্ন সমগ্র বিশ্বের মানুষকে গুণমানসম্পন্ন আয়ুষ পণ্যের প্রতি আস্থা যোগাবে।” প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “আয়ুষ থেরাপির সুবিধা নিতে ভারতে আসতে চান এমন বিদেশী নাগরিকদের জন্য সরকার আরেকটি উদ্যোগ নিচ্ছে। খুব শীঘ্রই, ভারত একটি বিশেষ আয়ুষ ভিসা বিভাগ চালু করতে চলেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *