BRAKING NEWS

BJP : বিরোধী-শূন্য হতে চলছে উকাপা স্বশাসিত পরিষদ, দল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন কংগ্রেসের একমাত্র পারিষদ ডেনিয়েল

হাফলং (অসম), ২০ এপ্রিল (হি.স.) : বিরোধী-শূন্য হতে চলছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ। খবরে প্রকাশ, পার্বত্য পরিষদের একমাত্র কংগ্রেস সদস্য ডেনিয়েল লাংথাসাও বিজেপিত যোগ দিতে চলছেন।

প্রয়াত কংগ্রেস নেতা তথা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন কার্যনির্বাহী সদস্য নিন্দু লাংথাসার পুত্র ডেনিয়েল লাংথাসা বিজেপিতে যোগ দিচ্ছেন তা এক প্রকার নিশ্চিত। তবে ডেনিয়েল এ-নিয়ে কিছু বলতে না চাইলেও বিজেপির এক সূত্রের মতে, পরিষদের কংগ্রেস সদস্য ডেনিয়েল লাংথাসার বিজেপি দলে যোগ দেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। দিন তারিখ ঠিক না হলেও এ সপ্তাহে বা আগামী সপ্তাহে ডেনিয়েল বিজেপি দলে যে যোগ দিচ্ছেন তা এক প্রকার নিশ্চিত।

২০১৯ সালে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে হাফলং আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন ডেনিয়েল লাংথাসা। এছাড়া গরমপানি আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন জয়সিং দুরুং। ২৮ সদস্য বিশিষ্ট উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে বিরোধী দল হিসেবে এই দুটি আসনেই কংগ্রেস জয়ী হয়েছিল। তবে উত্তর কাছাড় পার্বত্য পরিষদের কংগ্রেস সদস্য জয়সিং দুরুং ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় বিরোধী শিবিরে একমাত্র কংগ্রেস সদস্য ডেনিয়েল লাংথাসাই ছিলেন। কিন্তু এবার পরিষদের একমাত্র সদস্য ডেনিয়েল লাংথাসা বিজেপি দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিরোধী শূন্য হতে চলছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ।

পরিষদের ২৮টি আসন সহ মনোনীত দুটি আসন নিয়ে উত্তর কাছাড় পার্বত্য পরিষদের মোট সদস্য সংখ্যা হচ্ছে ৩০। ডেনিয়েল দল ত্যাগ করলে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ বিরোধী শূন্য হয়ে পড়লে বিজেপির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩০ জনে।

কংগ্রেস ছেড়ে হঠাৎ কেন বিজেপিতে যোগ দিতে চলছেন ডেনিয়েল উঠেছে নানা প্রশ্ন। রাজনৈতিক মহলের মতে হাফলং আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে ২০১৯ সালে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে জয়ী হওয়ার পর ডেনিয়েল লাংথাসাকে নিয়ে হাফলং শহরের মানুষের মধ্যে বহু প্রত্যাশা ছিল। কিন্তু উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে একমাত্র বিরোধী কংগ্রেস সদস্য জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। তাই হয়ত এবার তিনি বিজেপিতে যোগ দিতে চলছেন নিজের নির্বাচন এলাকার উন্নয়নের তাগিদে। এমনটা মনে করছে পাহাড়ি জেলার রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *