Cricket : সোমবার থেকে বিলোনিয়ায় অফিস লীগ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল।। বিলোনিয়ায় অফিস লিগ ক্রিকেট টুর্ণামেন্ট। দারুন উদ্যোগ। উদ্যোক্তা বিলোনিয়া পুর পরিষদ। ১২টি অফিস টিমকে নিয়ে আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে অফিস লীগ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। ইতিমধ্যে প্রতিযোগিতার ক্রীড়া সূচি ঘোষণা করা হয়েছে।

টিম ১২টি, স্বাভাবিক নিয়মেই ম্যাচ হবে ১১টি। ২৫ এপ্রিল উদ্বোধনী দিনেই রাখা হয়েছে তিনটি ম্যাচ। একইভাবে পরদিন অর্থাৎ ২৬ এপ্রিলও হবে তিনটি ম্যাচ। ২৭ এপ্রিল দুটি ম্যাচের পর ২৮ এপ্রিল পুনরায় তিনটি ম্যাচ রাখা হয়েছে। সকালে দুটো সেমিফাইনাল, তো বিকেলে ফাইনাল। বিলোনিয়া মিউনিসিপাল কাউন্সিলের স্পোর্টস স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট বিশ্বনাথ দাস ক্রীড়া সূচি ঘোষণা করে আরও উল্লেখ করেছেন যে, প্রতিটি ম্যাচ হবে সীমিত ১২ ওভার করে। খেলা হবে টেনিস বলে, যার ওজন হবে অনধিক ৯০ গ্রাম।

এছাড়াও খেলার পোশাক, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার সংক্রান্ত কিছু বিধির কথা জানানো হয়েছে। উল্লেখ্য, খেলাগুলি হবে বিদ্যাপীঠ গ্রাউন্ডে। ঘোষিত ক্রীড়াসূচি অনুযায়ী ২৫ এপ্রিল, সকাল দশটায় উদ্বোধনী ম্যাচে বিলোনিয়া আই.সি.ভি কলেজ খেলবে বিলুনিয়া প্রেস ক্লাবের বিরুদ্ধে। দুপুর ১২ টায় দ্বিতীয় ম্যাচে ডি.এম অফিস খেলবে বিলোনিয়া হেলথ্ এস ডি এম ও-এর বিরুদ্ধে। দিনের তৃতীয় ম্যাচ, বিকেল তিনটায় আর্য কলোনি স্কুল খেলবে ইনস্পেক্টর অফ স্কুল-এর বিরুদ্ধে। ২৬ এপ্রিল সকাল দশটায় টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে সাউথ ডিস্ট্রিক্ট ইয়ুথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস অফিস বিলোনিয়া খেলবে বিদ্যাপীঠ স্কুলের বিরুদ্ধে। ২৬ এপ্রিল, দুপুর ১২টায় পঞ্চম ম্যাচে এস.পি অফিস খেলবে বিলোনিয়া মিউনিসিপাল কাউন্সিল-এর বিরুদ্ধে। এটি হবে প্রথম কোয়াটার ফাইনাল ম্যাচ। ২৬ এপ্রিল, বিকেল তিনটায় টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস খেলবে পি.ডব্লিও.ডি এন্ড ডি.ডব্লিও.এস-এর বিরুদ্ধে। এটি হবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ২৭ এপ্রিল সকাল দশটায় তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে, প্রথম রাউন্ডের প্রথম এবং তৃতীয় ম্যাচে বিজয়ী দুই দল পরস্পরের মুখোমুখি হবে। ২৭ এপ্রিল বিকেল তিনটায় চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রথম রাউন্ডের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে বিজয়ী দুই দল পরস্পরের মুখোমুখি হবে। ২৮ এপ্রিল সকাল আটটায় প্রথম সেমিফাইনালে টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ অর্থাৎ প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচের বিজয়ী দুই দল পরস্পর মুখোমুখি হবে। ২৮ এপ্রিল সকাল দশটায় দ্বিতীয় সেমিফাইনালে টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ অর্থাৎ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচের বিজয়ী দুই দল পরস্পরের মুখোমুখি হবে। ২৮ এপ্রিল বিকেল তিনটায় হবে ফাইনাল ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *