BRAKING NEWS

Protest : বিভিন্ন দাবী আদায়ে জাতীয় সড়ক অবরোধ করলেন পুনর্বাসনপ্রপ্ত রিয়াং শরণার্থীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ ধলাই জেলার আমবাসার হাদু কলক পাড়ায় বিভিন্ন দাবি আদায়ের লক্ষে মঙ্গলবার সকাল থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে পুনর্বাসন প্রাপ্ত রিয়াং শরণার্থীরা৷ সকাল থেকেই জাতীয় সড়ক অবরোধের ফলে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ তাতে যাত্রীদুর্ভোগ চরম আকার ধারণ করে৷ জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে জেলাশাসক সহ প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে ছুটে আসেন৷ জেলাশাসক সহ প্রশাসনের কর্মকর্তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনায় মিলিত হন৷ অবশেষে প্রায় দু’ঘণ্টা অবরোধ থাকার পর আলোচনা ক্রমে অবরোধ প্রত্যাহার করে নেয় পুনর্বাসন প্রাপ্ত রিয়াং শরণার্থীরা৷

এ বিষয়ে জানতে চাওয়া হলে অবরোধকারীরা জানায় তারা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে যেসব চুক্তি করেছিল সেই সব চুক্তি রূপায়িত হচ্ছে না৷  পুনর্বাসনপ্রাপ্ত রিয়াং শরণার্থীদের সমস্যাগুলি সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবিতে তারা পথ অবরোধের শামিল হন৷ আন্দোলনকারীরা জানান তাদের ছেলেমেয়েদের পড়াশোনার সুযোগ  বৃদ্ধির লক্ষ্যে এলাকায় একটি একলব্য সুকল স্থাপন করতে হবে৷ পানীয় জল সরবরাহ ব্যবস্থা সুগম করা সহ অন্যান্য বেশ কিছু দাবি সনদ সামনে তুলে ধরেন পুনর্বাসন প্রাপ্ত রিয়াং শরনার্থীরা৷ তারা অভিযোগ করেন এসব বিষয় নিয়ে তারা প্রশাসনের কাছে বহুবার দাবি জানিয়েছেন৷ কিন্তু প্রশাসনের তরফ থেকে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি৷ সে কারণে বাধ্য হয়েই তারা জাতীয় সড়ক অবরোধ করে সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন৷

অবরোধ স্থলে জেলাশাসক ছাড়াও উপস্থিত হন মহকুমা শাসক ব্লক আধিকারিক সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা৷ তারা পুনর্বাসন প্রাপ্ত রিয়াং শরণার্থীদের এসব সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবেন বলে আশ্বস্ত করেন৷ প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে সুনির্দিষ্ট আশ্বাস পাওয়ার পরিপ্রেক্ষিতেই তারা জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *