ব্যবসায়ী ও কলেজের পড়ুয়াদের দফায়-দফায় সংঘর্ষে রণক্ষেত্রে ঢাকা

ঢাকা, ১৯ এপ্রিল (হি. স.) : ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের পড়ুয়াদের দফায়-দফায় সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল ঢাকার নিউমার্কেট চত্বর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পড়ুয়াদের উপরে কাঁদানে গ্যাস ছোঁড়ার পাশাপাশি গুলিও চালাল পুলিশ। সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ পড়ুয়া গুরুতর জখম হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে খাবারের বিল দেওয়া নিয়ে ঢাকা কলেজের কয়েকজন পড়ুয়ার সঙ্গে নিউমার্কেটের এক রেস্তোরাঁর কর্মচারিদের বচসা বাঁধে। দলবদ্ধ হয়ে পড়ুয়াদের উপরে ঝাঁপিয়ে পড়ে রেস্তোরাঁর কর্মচারীরা। বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়। ওই খবর কলেজের অন্যান্য পড়ুয়াদের কাছে পৌঁছনোর পরে তাঁরা সংঘবদ্ধ হয়ে ওই রেস্তোরাঁয় চড়াও হয়। দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘন্টা তিনেক ধরে সংঘর্ষ চলার পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার রাতের ঘটনার জেরে মঙ্গলবার সকালে মিড়পুর সড়ক অবরোধ করে পড়ুয়ারা। নিউমার্কেটের বেশ কিছু দোকান খুলতে বাধা দেয়। ওই ঘটনাকে ঘিরে ফের দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয় নিউমার্কেট চত্বর। বেশ কয়েক ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ চললেও পুলিশকে দেখা যায়নি। দুপুরের দিকে রমনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পড়ুয়াদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোঁড়ে। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় গুলি চালায়। পুলিশের গুলিতে বেশ কয়েকজন পড়ুয়া আহত হন।আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত কাউকে রেয়াত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পড়ুয়াদের উপরে পুলিশের গুলি চালানোর ঘটনায় নিন্দার ঝড় উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *