আগরতলা, ১৮ এপ্রিল (হি. স.) : বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দেওয়ার সহ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানিয়েছে কনফেডারেশন অফ ফ্রি ট্রেড ইউনিয়ন। আজ সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতা অজয় বিশ্বাস বিজেপি-আইপিএফটি জোট সরকারের তীব্র সমালোচনা করেছেন।
তাঁর কথায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ত্রিপুরার সরকারি কর্মচারীদের অর্জিত অধিকার ক্ষুন্ন করা হচ্ছে। কর্মচারীরা বকেয়া ডিএ পাচ্ছেন না। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও নানাভাবে বঞ্চিত হচ্ছেন। তাঁর দাবি, অঙ্গনওয়াড়ি কর্মীরা বছরের পর বছর ধরে তাদেরকে নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবি মিটিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছেন। কিন্তু সরকার এসব দাবি পূরণের জন্য কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। সরকারকে অঙ্গনওয়াড়ি কর্মীদের অবিলম্বে অর্জিত অধিকার ফিরিয়ে দিতে এবং কর্মচারীদের মহার্ঘ ভাতা সহ অন্যান্য দাবিগুলি মিটিয়ে দেওয়ার জন্য সংগঠনের বর্ষিয়ান নেতা অজয় বিশ্বাস অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, এই সমস্ত দাবি মিটিয়ে না দিলে কর্মচারী সমাজ সহ সকল অংশের মানুষজন আরো বঞ্চিত অবহেলিত হবেন। বঞ্চনার অবসান ঘটাতে সরকারকে সহানুভূতির দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। এ বিষয়ে সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে কনফেডারেশন অফ ফ্রি ট্রেড ইউনিয়ন বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবে বলেও তিনি হুশিয়ারি দিয়েছেন।