হুবলি, ১৭ এপ্রিল (হি.স.): কর্ণাটকে এবার আক্রান্ত হলেন পুলিশ কর্মীরা। শনিবার রাতে হুবলি জেলার ওল্ড হুবলি থানায় পাথর নিক্ষেপ করে একদল উন্মত্ত জনতা। পাথর হামলায় আহত হয়েছেন ৪ জন পুলিশ কর্মী, তাঁদের মধ্যে একজন ইন্সপেক্টর রয়েছেন। ঘটনার পর থেকেই সমগ্র শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৪০ জনকে। মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এক যুবককে গ্রেফতার করা নিয়ে যাবতীয় গন্ডগোলের সূত্রপাত। হুব্বালি-ধারওয়াড় পুলিশ কমিশনার লাভু রাম জনিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করার দায়ে শনিবার রাতে ওল্ড থানায় একজনের নামে মামলা দায়ের হয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে একদল উন্মত্ত জনতা থানার বাইরে জড়ো হয়। পুলিশ কমিশনার জানিয়েছেন, উন্মত্ত জনতা পুলিশের গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। পুলিশ অফিসারদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় ৬টি মামলা দায়ের করা হয়েছে। এই হিংসাত্মক ঘটনায় ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।