Covid19 : দক্ষিণ কোরিয়ায় কোভিডে ২১ হাজারের বেশি মৃত্যু, সংক্রমণ কমতেই খানিকটা স্বস্তি

সিওল, ১৭ এপ্রিল (হি.স.): করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে দক্ষিণ কোরিয়ায়, তবে বিগত কয়েকদিন ধরে নিম্নমুখী আক্রান্তের সংখ্যা। দক্ষিণ কোরিয়ায় দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা এবার এক-লক্ষের নীচে নেমে এসেছে, মৃত্যুর সংখ্যাই চিন্তা বাড়াচ্ছে। সে দেশের স্বাস্থ্য দফতর সূত্রের খবর, দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ০০১ জন।

শনিবার সারাদিনে দক্ষিণ কোরিয়ায় প্রাণ হারিয়েছেন ২০৩ জন কোভিড-সংক্রমিত রোগী। কতজন সুস্থ হয়েছেন সে বিষয়ে সুস্পষ্টভাবে কিছু জানা যায়নি। দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৯৩ হাজার ০০১ জন সংক্রমিত হওয়ার পর এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৬,৩০৫,৭৫২ জন এবং মৃত্যু হয়েছে ২১,০৯২ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *