National Masters Athletics Championship : ৪২তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-২০২২, রাজ্য থেকে অংশ নেবে ৪৫ জন

আগরতলা, ১৭ এপ্রিল : চলতি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪২তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-২০২২। আগামী ২৭ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চেন্নাইতে অনুষ্ঠিত হবে এই চ্যাম্পিয়নশিপ। তাতে রাজ্য থেকে ৪৫ জনের একটি দল  অংশ গ্রহন করতে যাচ্ছে। যার মধ্যে মহিলা রয়েছেন  ১৩ জন মহিলা এবং পুরুষ রয়েছেন ৩২ জন।

রাজ্য থেকে অংশগ্রহণ করা খেলোয়াড়দের সাফল্য কামনা করে রবিবার মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা প্রত্যেক খেলোয়াড়দের সংবর্ধিত করা হয়েছে। পাশাপাশি অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদের সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন।

অ্যাসোসিয়েশনের জনৈক  সদস্য জানান, এই চ্যাম্পিয়নশীপে রাজ্য দল ভালো ফলাফল করবে বলে প্রত্যেকে আশাবাদী। এই চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করার মাধ্যমে জাতীয় দলের সদস্যরা নিজেদের জায়গা করে নেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।