আগরতলা, ১৬ এপ্রিল : ত্রিপুরায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ও জাতীয় স্তরের উত্সব।
ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম অফ আর্টিস্ট অন্ড অ্যাক্টিভিস্ট(নীফা)-র উদ্যোগে ত্রিপুরায় আগামী নভেম্বরে ওই উত্সব অনুষ্ঠিত হবে। তাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন শতাধিক সাংস্কৃতিক দল উপস্থিত থাকবে। আজকের সাংবাদিক সম্মেলনে নীফার ফাউন্ডার চেয়ারম্যান প্রীতপালসিং পান্নু এই সংবাদ দিয়েছেন।
বিগত চার বছর ধরে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে নীফা। গত দুই বছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। কিন্তু এবার নীফার উদ্যোগে আগামী ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এই জাতীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে থাকবে পাঞ্জাবের ভাংড়া নৃত্য, পশ্চিমবঙ্গের ছৌ নৃত্য সহ পার্শ্ববর্তী দেশের আরো আকর্ষন।
এছাড়াও এদিন নীফার সদস্যরা জানান, সাংস্কৃতিক উৎসব শুরুর আগে আগামী আগস্ট মাসের শেষের দিকে দেশের সাংস্কৃতিক জাগৃতি অভিযান শুরু হবে। এটি উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের বিভিন্ন জায়গা পরিক্রমা করবে। এদিকে, আজ নীফার ২৩ সদস্যের একটি পূর্ণ রাজ্য কমিটি গঠিত হয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে নীফা ও বালা প্রজেক্টের উদ্যোগে কর্মরত মহিলা সাংবাদিকদের স্যানিটারি প্যাড প্রদান করা হয়।