কলকাতা, ১৬ এপ্রিল (হি. স.) : শেষ পর্যন্ত বালিগঞ্জে বিধানসভার উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। ২০,০৩৮ ভোটে জয়ী হয়েছেন তিনি। পেলেন প্রায় ৪৮ শতাংশ ভোট। শতাংশের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। বাম প্রার্থী সায়রা শাহ হালিম পেয়েছেন ৩৬ শতাংশ ভোট।
এ দিন প্রায় প্রথম থেকেই বালিগঞ্জে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। সকাল সাড়ে ৮টা নাগাদ পোস্টাল ব্যালটে প্রথম রাউন্ডের গণনার শেষে ২,১৭০ ভোটে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। দ্বিতীয় রাউন্ড গণনার শেষে ৪ হাজারের বেশি ভোটে এগিয়ে যান তিনি।গায়ক-রাজনীতিক বললেন, ‘লেটস এনজয়’। তৃতীয় রাউন্ড শেষে চার হাজারের বেশি এগিয়ে ছিলেন বাবুল সুপ্রিয়। দ্বিতীয় স্থানে বামেরা। বিজেপি ছিল চতুর্থ স্থানে। সকাল ৯টা ৩৫ নাগাদ তৃতীয় রাউন্ড শেষে তৃণমূল পায় ৯,৭৫১টি ভোট। কংগ্রেস ২,১৮৬টি ভোট। সিপিএম ৫,০৭৫টি ভোট এবং বিজেপি পায় ৬২১টি ভোট।টালিগঞ্জে হারবেন জেনেও তিনি লড়েছিলেন। বালিগঞ্জে দাঁড়িয়ে মন্তব্য করেন বাবুল সুপ্রিয়। পঞ্চম রাউন্ড শেষে বাবুল এগিয়ে ছিলেন ৮ হাজার ৪৯৯টি ভোটে। পঞ্চম রাউন্ডের শেষে তিনি ১৬,৫৪৮টি ভোট পান। বাবুলের কথায়, ‘আমি ওয়াফাদার সৈনিক’। বিজেপিকে প্রত্যাখ্যান করেছে মানুষ।
১০টার কিছু পরে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় ষষ্ঠ রাউন্ড শেষে এগিয়ে ছিলেন ৯ হাজারের বেশি ভোটে। দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। তৃতীয় স্থানে কংগ্রেস এবং চতুর্থ স্থানে ছিল বিজেপি। সওয়া দশটার কিছু পরে সপ্তম রাউন্ড শেষে বাবুল পান ২১,২১৩টি ভোট। সিপিএম প্রার্থী সায়রা পান ১২,৬০০টি ভোট। কংগ্রেস প্রার্থী পান ৩ হাজারের বেশি কিছু ভোট। বিজেপির কেয়া ঘোষ পান ১,১৮১টি ভোট। বেলা পৌনে এগারোটা নাগাদ নবম রাউন্ড গণনার শেষে তৃণমূল পায় ২৬,০৮৫টি ভোট। সিপিএম পায় ১৭,১৬৮টি ভোট। কংগ্রেস ৩,৭৮২টি ভোট এবং বিজেপি প্রার্থী পায় ৩,৩৩৬টি ভোট। এর পর তৃণমূলের অনুকূলে ব্যবধান আরও বাড়ে।
এদিন গণনা কেন্দ্রের ২০০ মিটার বাইরে ১৪৪ ধারা জারি করা হয়। ভিতরে ও বাইরে নিরাপত্তার প্রথম বলয়ে ছিল রাজ্য পুলিশের কমব্যাট বাহিনী। দ্বিতীয় বলয়ে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দফতরের কর্মীরা ছিলেন। ছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও।