বেজিং, ১৬ এপ্রিল (হি. স.) : চিনে বাড়ছে করোনা সংক্রমণ। একের পর এক শহরে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি যেন ক্রমে হাতের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে সাংহাই শহরের পরিস্থিতি শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। সংক্রমিতদের আইসোলেশনে রাখার জন্য পর্যাপ্ত জায়গার অভাব দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সাংহাইয়ে আবাসনগুলিতে কোভিড সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে প্রশাসন। আর এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল ক্ষুব্ধ বাসিন্দারা।পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধও হয় শহরবাসীদের।
সূত্রের খবর, সাংহাই শহরের আবাসনগুলিতে কোভিড সেন্টার তৈরি করছে প্রশাসন। এক নির্দেশিকা জারি করে স্থানীয় প্রশাসন জানিয়েছে, করোনা আক্রান্তদের আইসোলেশনে রাখার জন্য ঘর ছাড়তে হবে বাসিন্দাদের। এই নির্দেশিকা পাওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছে সাংহাইবাসী। রাস্তায় নেমে বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধও বেধে যায় শহরবাসীদের। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।