BRAKING NEWS

Protest : কন্ট্রাক্টরের মৃত্যুতে কর্নাটকের মন্ত্রীর ইস্তফার দাবিতে অমিত শাহের বাড়ির সামনে বিক্ষোভ যুব কংগ্রেস-র

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.) : কন্ট্রাক্টর সন্তোষ পাতিলের মৃত্যুর উত্তেজনার আঁচ গিয়ে পড়ল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিল্লির বাসভবনে। কর্নাটকের মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পার ইস্তফার দাবিতে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস।অভিযোগ, ঈশ্বরাপ্পার জন্যই আত্মঘাতী হয়েছেন কন্ট্রাক্টর সন্তোষ পাতিল। সুইসাইড নোটে তিনি লিখে গিয়েছেন মন্ত্রীর নামও। তারপরই ঈশ্বরাপ্পার ইস্তফার দাবিতে সরব কংগ্রেস। যদিও মন্ত্রী জানিয়েছেন, তিনি ইস্তফা দেবেন না।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে উদুপির একটি লজে উদ্ধার হয় সন্তোষ পাতিলের দেহ।তাঁর মৃতদেহের কাছেই মেলে একটি সুইসাইড নোট। সেখানে তিনি মন্ত্রী ঈশ্বারাপ্পাকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করেন। সুইসাইড নোট থেকে জানা গিয়েছে, গ্রামোন্নয়ন দফতরে ৪ কোটি টাকার একটি কাজের বরাত পেয়েছিলেন সন্তোষ।কাজ শেষে বিল ক্লিয়ারিংয়ের জন্য মন্ত্রীর কাছে গিয়েছিলেন। কিন্তু ঈশ্বরাপ্পা ও তাঁর সহযোগীরা ৪০ শতাংশ কমিশন চান। সুইসাইড নোটে ওই কন্ট্রাক্টর লিখেছেন, ‘মন্ত্রী ঈশ্বরাপ্পা একমাত্র আমার মৃত্যুর জন্য দায়ী। আমার সব আশা-আকাঙ্খাকে সরিয়ে এই চরম সিদ্ধান্ত নিচ্ছি। হাতজোড় করে আমি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং লিঙ্গায়েত নেতা বিএস ইয়েদুরাপ্পা এবং বাকিদেরও বলছি, আমার স্ত্রী ও সন্তানদের যতটা সম্ভব সাহায্য করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *