Sharad Pawar : কংগ্রেস ছাড়া তৃতীয় ফ্রন্ট অসম্ভব : শরদ পওয়ার

মুম্বই, ১৩ এপ্রিল (হি.স.): কংগ্রেস ছাড়া তৃতীয় ফ্রন্ট অসম্ভব, এমমটাই মনে করেন এনসিপি প্রধান শরদ পওয়ার। বুধবার সাংবাদিক সম্মেলনে এনসিপি প্রধান বলেছেন, “কংগ্রেস ছাড়া তৃতীয় ফ্রন্টের কল্পনা করা অসম্ভব।”

মহারাষ্ট্র নবনির্মাণ সেনা হুঁশিয়ারি দিয়েছে, ৩ মে-র মধ্যে মহারাষ্ট্রের সমস্ত মসজিদ থেকে লাউডস্পিকার সরাতে হবে। এই হুঁশিয়ারির প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছেন শরদ পওয়ার। এদিন তিনি বলেছেন, “বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত রাজ্য সরকারের। এখন মূল্যবৃদ্ধি ও কর্মসংস্থান নিয়ে আলোচনা করার সময়, কিন্তু তা নিয়ে কেউ কথা বলছেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *