BRAKING NEWS

Thief : বন দপ্তরের অধীনে থাকা পার্কের বাউন্ডারী ওয়ালের গ্রীল চুরি

শান্তিরবাজার, ১৩ এপ্রিল৷৷ বগাফা বন আধীকারি ও কাকুলিয়া ফরেষ্ট রেঞ্জারের খামখেয়ালীপনায় পার্কে চুরি সংগঠিত করছে নিশিকুটম্বের দল৷ ঘটনার বিবরণে জানা যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর সাঁচীরামবাড়ী ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইকোপার্কে মঙ্গলবার রাতে চুরি সংগঠিত করলো নিশিকুটম্বের দল৷

  জানা যায় চোরের দল পার্কের  দেওয়ালের গ্রীল ভেঙ্গে নিয়ে যায়৷  এই চুরি কান্ডে নীরর দর্শকের ভূমিকা পালন করছে কাকুলিয়া ফরেষ্ট রেঞ্জার ও বগাফা বন আধিকারিক৷  বিগতদিনেও এই পার্কে ক্যাফেটেরিয়াতে চুরি সংগঠিত করেছিলো নিশিকুটম্বের দল৷  বর্তমান মঙ্গলবার রাতেও চুরি সংগঠিত করলো নিশিকুটম্বের দল৷  এলাকাবাসীর অভিযোগ বনদপ্তর সঠিকভাবে নিজ দায়িত্ব পালন না করাতে এই পার্কে ঐতিহ্য হারিয়ে যাচ্ছে৷  পর্যটকরা দিনের পর দিন এই পার্ক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে৷  বর্তমানে রেঞ্জার ও বন দপ্তরের আধিকারিকের খামখেয়ালীপনায় চোরের দল নিজ খুশিমতো পার্কের বিভিন্নসামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে৷ 

জানা যায় জেলার বন আধিকারিক সব কিছু জেনেও কোনো প্রকার পদক্ষেপ গ্রহন করেননি৷  নাম রক্ষনার্থে চুরির বিষয়ে জোলাইবাড়ী ফাঁড়ী থানায় খবর দিয়ে দায়িত্ব থেকে মুক্তি নিলেন বন দপ্তরের আধিকারকরা৷  চুরির খবর পেয়ে জোলাইবাড়ী ফাঁড়ী থানার কর্তাবাবুরা ঘটনাস্থল পরিদর্শন করে আসেন৷  বনদপ্তরের এইধরনের খামখেয়ালীপনায় জন্য সমগ্র এলাকা জুরে ছিঃ ছিঃ রব উঠেছে৷  এখন দেখার বিষয় চুরি দমনে ও পার্কটির ঐতিহ্য ফিরিয়ে আনতে বনদপ্তর কোনো প্রকার পদক্ষেপ গ্রহন করেন কিনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *