BRAKING NEWS

KS Ishwarappa : ইস্তফা দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন ঈশ্বরাপ্পা, বললেন তদন্ত হওয়া উচিত

শিবমোগা, ১৩ এপ্রিল (হি.স.): ঠিকাকর্মীর আত্মহত্যা এবং ঘুষ নেওয়ার অভিযোগ ঘিরে রীতিমতো চাপে রয়েছেন কর্ণাটকের মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা, বিরোধীরা মন্ত্রিসভা থেকে তাঁর ইস্তফার দাবি জানাচ্ছে। এমতাবস্থায় ইস্তফা দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন ঈশ্বরাপ্পা, বরং বললেন তদন্ত হওয়া উচিত। ঈশ্বরাপ্পা বুধবার সাংবাদিক সম্মেলনে বলেছেন, “কোনও কারণ ছাড়া আমার ইস্তফা দেওয়ার প্রশ্নই ওঠে না। মুখ্যমন্ত্রী বোম্মাই এবং দলের সভাপতিকে আমি জানিয়েছি, আমার ইস্তফা দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।”

ঠিকাদারের মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি জানিয়ে কর্ণাটকের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী ঈশ্বরাপ্পা বলেছেন, “মৃত্যুর নেপথ্যে যে ষড়যন্ত্র রয়েছে, তা তদন্ত হওয়া উচিত।” প্রসঙ্গত, আত্মঘাতী সন্তোষ পাটিল একটি হোয়াটসঅ্যাপ মেসেজে দুর্নীতির অভিযোগ এনেছেন ঈশ্বরাপ্পার বিরুদ্ধে। মন্ত্রী এদিন জানান, দেহের পাশে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *