চন্ডীগড়, ১১ এপ্রিল (হি.স.): এবার হ্যাকারদের নজরে পঞ্জাব কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল। সোমবার সকালে হ্যাক করা হয়েছে পঞ্জাব কংগ্রেসের টুইটার হ্যান্ডেল। হ্যাকাররা পাল্টে দেয় অ্যাকাউন্টের ছবি। একটি কার্টুনের ছবি ব্যবহার করা হয়। অ্যাকাউন্টটি হ্যাক করার কয়েক মিনিটের মধ্যে ১০০টিরও বেশি টুইট পোস্ট করা হয়েছে।
অনেকগুলি অ্যাকাউন্ট ট্যাগ করেছে হ্যাকাররা, যার বেশিরভাগই বট এবং নন-ফাঞ্জিবল টোকেন (এনএফটি) এবং ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল অ্যাসেট কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত বলে মনে হচ্ছে। উল্লেখ্য, বিগত কয়েকদিনের মধ্যে এই নিয়ে চারটি হাই প্রোফাইল টুইটার অ্যাকাউন্ট হ্যাক করল হ্যাকাররা। ভারতীয় আবহাওয়া দফতর, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কার্যালয়ের টুইটার অ্যাকাউন্ট ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের টুইটার অ্যাকাউন্টের পর এবার পঞ্জাব কংগ্রেসের টুইটার হ্যান্ডেল হ্যাক করা হয়েছে।