Congress : কংগ্রেস ভবনে সেবাদলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস সেবাদল এখন থেকেই সাংগঠনিক তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছে৷ রবিবার আগরতলায় কংগ্রেস ভবনের প্রদেশ সেবাদলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে সেবাদলের মুখ্য সংগঠক নিত্যগোপাল এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিত সিনহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷ রাজ্যের বিভিন্ন স্থান থেকে সেবাদলের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন৷ বৈঠককে কেন্দ্র করে সেবা দলের সংগঠন ও কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

আজকের এই বৈঠকে  আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল কী হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালে ৪০ জন সদস্যকে নিয়ে সেবা দলের আত্মপ্রকাশ করেছিলেন৷ত্রিপুরায় সেবা দলের সংগঠন তৈরি করার জন্য এবং বিস্তার লাভ করার জন্য বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতির উপর তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী দায়িত্ব অর্পণ করে ছিলেন এবং তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করে রাজ্যে সেবা দলের সংগঠন কে মজবুত করেছিলেন বলেও জানান৷

বর্তমান সেবা দলের সংগঠন নিত্যগোপাল রুদ্রপাল সংগঠনকে চাঙ্গা করার জন্য যাবতীয় প্রয়াস চালিয়ে দেখেছেন বলেও তিনি উল্লেখ করেন৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন সেবাদল হলো কংগ্রেসের আদর্শ বহন করে চলা একটি ডিসিপ্লিনারি সংগঠন৷ দেশের জনগণের মধ্যে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং দেশাত্মবোধ জাগ্রত করার জন্য এই সংগঠন কাজ করে চলেছে৷ তিনি আরো উল্লেখ করেন বর্তমান পরিস্থিতিতে জনগণের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করা খুবই প্রয়োজন৷ তিনি বর্তমান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাজ-কর্মের সমালোচনা করতেও বিন্দুমাত্র দ্বিধা বোধ করেননি৷ এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যে সেবাদলের পরিকাঠামো এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোকপাত করেন৷