Attack : পুত্রবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা, পলাতক শ্বশুর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ পুত্রবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টায় অভিযুক্ত পাষণ্ড শশুরকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কদমতলা থানার পুলিশ৷ অভিযুক্তের নাম আব্দুল খালিক৷ তাকে ইচাইলালছড়ার এক নিকট আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়৷ আক্রান্ত গৃহবধূর নাম শামীমা বেগম৷ বর্তমানে ওই গৃহবধূ ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তর হুরুয়া গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ড এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷

ঘটনার বিবরণে জানা যায় উত্তর জেলার ধর্মনগর কদমতলা থানাধীন উত্তর হুরুয়া গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল খালিক তার পুত্রবধু শামীমা বেগমকে গত শুক্রবার দুপুর নাগাদ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে৷ আক্রান্ত গৃহবধূকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ বর্তমানে ওই গৃহবধূ জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ এব্যাপারে আক্রান্ত গৃহবধূর বাপের বাড়ি থেকে অভিযুক্ত শশুরের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়৷ সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্ত শ্বশুরকে জালে তুলতে সক্ষম হয়েছে৷ রবিবার তাকে ধর্মনগর জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করে পুলিশ৷ অভিযুক্ত পাষণ্ড শোষণের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ এবং আক্রান্ত গৃহবধূর বাপের বাড়ির লোকজনেরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *