নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ বিশালগড় এর দুর্গানগর এলাকা থেকে এক বাইক চোরকে আটক করেছে আগরতলা পূর্ব থানার পুলিশ৷ আটক বাইক চুরির নাম আক্তার খান৷ জানা যায় পূর্ব থানা এলাকা থেকে বাইক চুরির ঘটনায় সে জড়িত রয়েছে৷ সুনিদৃষ্ট খবরের ভিত্তিতে আগরতলা পূর্ব থানার পুলিশ বিশালগড় থানার দুর্গানগর এ স্থানীয় পুলিশের সহযোগিতা নিয়ে তাকে আটক করতে সক্ষম হয়৷ সেখান থেকে তাকে আটক করে পূর্ব থানায় নিয়ে আসা হয়েছে৷তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পূর্ব থানার পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে বাইক চুরি চক্রের আরও তথ্য উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ৷ উল্লেখ্য গত বেশ কিছুদিন ধরেই আগরতলা শহর ও শহরতলীর এলাকায় বাইক চুরির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে৷ পরপর এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ পুলিশের বিরুদ্ধেও আঙুল তুলেছেন জনগণ৷ এদিকে পুলিশ প্রতিটি ঘটনার পর ওই অভিযুক্তদের আটক করতে এবং চুরি যাওয়া বাইক ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করার জন্য প্রয়াস অব্যাহত রেখেছে৷ সেই প্রয়াসের সূফল মিলেছে গতকাল রাতে৷ বিশালগড় এর দুর্গানগর এলাকা থেকে আটক বাইক চোরকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য মিলেছে বলেও একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে৷
2022-04-09