BRAKING NEWS

Attack : আক্রান্ত তিন সাংবাদিক, বিলোনীয়া থানায়  গেলেন  আগরতলা প্রেসক্লাবের প্রতিনিধিরা

বিলোনীয়া, ৮ এপ্রিল৷৷  গত পয়লা এপ্রিল রাতে নেশাখোর এবং নেশা বিক্রেতাদের হাতে আক্রান্ত হয় বিলোনিয়ার তিন জন সাংবাদিক৷ তাদের কুকর্মকে ঢাকতে সাংবাদিকদের গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করে৷ এতে কোনরকম বড় দুর্ঘটনার হাত থেকে কোনক্রমে বেঁচে যায় তিন সাংবাদিক৷ পরবর্তী সময়ে পুলিশকে ঘটনা জানালে বিলোনিয়া থানার পুলিশ গাড়ি সমেত নেশাখোর এবং নেশা বিক্রেতা অনুপ পাল কে আটক করে৷

ঘটনা জানিয়ে সাংবাদিকরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে বিচার চেয়ে বিলোনিয়া থানায় অনুপ পালের নামে লিখিতভাবে অভিযোগ জানায়৷ কিন্তু পরের দিন রাতে কোন রকম ব্যবস্থা না নিয়ে বিলোনিয়া থানার পুলিশ অনুপ পাল কে ছেড়ে দেয়৷ এই ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভ ছড়িয়ে পড়লে পরবর্তী সময়ে নেশা সংক্রান্ত আইনে তাকে আবার গ্রেফতার করা হয়৷ আজ এই ঘটনা সম্পর্কে জানতে এবং নেশা কারবারি অনুপ পালের বিরুদ্ধে যথাযথভাবে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিলোনিয়া থানায় আসেন সর্বভারতীয় জার্নালিস্ট ইউনিয়ন  তথা আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার এবং বরিষ্ঠ সাংবাদিক সুরজিত পাল৷ বিলোনিয়া এসে সরাসরি বিলোনিয়া থানাতে গিয়ে ওসি সিঁথিকান্ত বর্ধন এর সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ সম্পর্কে অবহিত হন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে দোষীকে গ্রেফতার এবং উপযুক্ত শাস্তি প্রদানের কথা বলেন৷ এ বিষয় নিয়ে ৩ সাংবাদিক সহ বিলোনিয়া সকল সাংবাদিকের সাথে  ঘটনা সম্পর্কে জেনে বিস্তারিত আলোচনা করেন৷ তবে সাংবাদিকদের সাথে থানা-পুলিশের অসহযোগিতা এবং এই ঘটনায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও তেমন কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্রণব সরকার৷ দ্ব্যর্থহীন ভাষায় তিনি পুলিশকে জানিয়ে দেন আগামী দিনে বিলোনিয়া তে সাংবাদিকদের সাথে এই ধরনের ঘটনা ঘটলে এবং পুলিশ কোনো রকমের ব্যবস্থা না নিলে আন্দোলনের পথেই হাঁটবেন তিনি৷  আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার এর এই ধরনের পদক্ষেপে খুশি বিলোনিয়ার সাংবাদিক মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *