BRAKING NEWS

Chief Minister : অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহনের নির্দেশে সকলের মন্ত্রিসভা থেকে ইস্তফা

অমরাবতী, ৭ এপ্রিল (হি.স.) : অন্ধ্রপ্রদেশে একসঙ্গে ইস্তফা দিলেন মন্ত্রিসভার ২৪ জন মন্ত্রী। এককথায় সরে দাঁড়াল রাজ্যের গোটা মন্ত্রিসভাই। বৃহস্পতিবার দুপুরবেলা মন্ত্রিসভার একটি বৈঠকের পরই তাঁরা সকলে ইস্তফা দেন। জানা গিয়েছে, মন্ত্রিসভায় সম্পূর্ণ রদবদল করতে চলেছেন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন। আর তাই তিনি এদিন মন্ত্রিসভা ভেঙে দেন। সেই কারণেই পদত্যাগ করলেন মন্ত্রীরা। গত ৩৪ মাস তাঁরা ক্ষমতাসীন ছিলেন।


জানা গিয়েছে, নতুন মন্ত্রিসভায় প্রাধান্য দেওয়া হবে তফসিলি জাতি ও উপজাতি, অনগ্রসর শ্রেণির প্রতিনিধি ও মহিলাদের। আগামী ১১ এপ্রিল শপথ নিতে পারে নয়া মন্ত্রিসভা। তার আগে ১০ এপ্রিল নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করা হবে। জানা গিয়েছে, যাঁরা ইস্তফা দিলেন তাঁদের জেলার দায়িত্ব দেওয়া হবে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই অন্ধ্রপ্রদেশে নতুন ১৩টি জেলা গঠিত হয়েছে। এরপরই এই পদক্ষেপ জগন মোহনের।সূত্র অনুসারে, এদিনের বৈঠকে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী জগন্মোহন। তাঁকে বলতে শোনা যায়, ”গত আড়াই বছরেরও বেশি সময় ধরে আপনারা আপনাদের সেরাটা দিয়েছেন। সিনিয়র মন্ত্রীদের থেকে আমার অভিজ্ঞতা ও দক্ষতাই চেয়েছিলাম। ” জানা গিয়েছে, গতকাল বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠক করেন রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দনের সঙ্গে। সেখানেই তিনি মন্ত্রিসভা ভেঙে দেওয়ার বিষয়ে তাঁকে জানান। শুক্রবার ফের তিনি রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে। সেখানেই তিনি ১১ এপ্রিল শপথ নিতে চলা মন্ত্রীদের তালিকা তিনি রাজ্যপালের হাতে তুলে দেবেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *