কলকাতা, ৫ এপ্রিল (হি. স.) : চতুর্থবারের চেষ্টাও বিফলে গেল। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) মামলা ফের ফিরিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই নিয়ে চারটি ডিভিশন বেঞ্চ ফিরিয়ে দিল এসএসসি মামলাটি।
সোমবার এসএসসি–সহ ১০টি মামলা থেকে সরে গিয়েছিল কলকাতা হাইকোর্টের হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার ভর্ৎসনার সুরেই ডিভিশন বেঞ্চ আইনজীবীদের বিচারপতি বলেছেন, ‘নিয়ম মেনে কাজ করুন।’ এদিকে, আজও এসএসসি মামলা থেকে অব্যাহতি নিল আর এক ডিভিশন বেঞ্চ। এ নিয়ে মোট চারটি বেঞ্চের বিচারপতিরা ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা শোনেননি। ফলে তা ফের প্রধান বিচারপতির বেঞ্চে ফিরে গিয়েছে।
সূত্রের খবর, এনিয়ে অত্যন্ত বিরক্ত হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তিনি কমিশনের আইনজীবীদের ভর্ৎসনা করেছেন বলে খবর। এদিকে হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ মামলা ছেড়ে দিলে সেটি যায় বিচারপতি টিএস শিবাঙ্গনের ডিভিশন বেঞ্চে। তিনিও মামলা ফিরিয়ে দেন। তারপর মামলা যায় বিচারপতি সৌমিত্র সেনের বেঞ্চে। তিনিও মামলাগুলি শুনতে অস্বীকার করেন। অবশেষে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে মামলা পাঠান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
আদালত সূত্রে খবর, গত শুক্রবার রাজ্য সরকারের তৈরি এসএসসি কমিটির চার সদস্যকে সিবিআইয়ের মুখোমুখি হতে বলেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। এই রায়ের বিরুদ্ধে রক্ষাকবচ চেয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন উপদেষ্টা কমিটির সদস্যরা। কিন্তু তিনটি ডিভিশন বেঞ্চই ওই মামলা ফিরিয়ে দেয়। মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে উঠেছিল মামলাটি। কিন্তু এবারও বেঞ্চ জানিয়ে দেয়, মামলাটি শুনতে তারা আগ্রহী নয়।