কলকাতা, ৩ এপ্রিল (হি.স.) : বুধবার থেকে কেরলের কান্নুরে শুরু হতে চলেছে সিপিএমের ২৩ তম পার্টি কংগ্রেস। তার আগে বঙ্গ সিপিএমে জল্পনা শুরু হয়েছে নতুন কারা পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হবেন।
সিপিএম সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক তথা প্রাক্তন সাংসদ শমীক লাহিড়ী সিপিএম কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারেন। সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী একজন ব্যক্তি তিনটি স্তরে থাকতে পারেন না। সেক্ষেত্রে শমীককে কেন্দ্রীয় কমিটিতে নিলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক বদল করতে হবে পার্টি কংগ্রেসের পর। সূত্রে খবর, কান্নুরে শমীক কেন্দ্রীয় কমিটির সদস্য হলে পরবর্তীতে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সম্পাদক করা হতে পারে রাহুল ঘোষকে। যদিও এ ব্যাপারে ব্যতিক্রমের নজিরও রয়েছে। এর আগে কেন্দ্রীয় কমিটি ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য থাকাকালীন উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক হয়েছিলেন গৌতম দেব। পলিটব্যুরো বিশেষ অনুমতি দিয়েছিল সেই সময়ে।
সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু কেন্দ্রীয় কমিটির সদস্য হতে পারেন এবার। সুজন চক্রবর্তী, অমিয় পাত্র, আভাস রায় চৌধুরী, রামচন্দ্র ডোম, শ্রীদীপ ভট্টাচার্যরা যেমন কেন্দ্রীয় কমিটিতে ছিলেন তেমনই থাকবেন বলে খবর। রাজ্য সম্পাদকের দৌড়ে থাকা শ্রীদীপকে পলিটব্যুরোতে নেওয়া হবে কি না তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। মহিলাদের মধ্যে রেখা গোস্বামী, অঞ্জু কর এবং মিনতী ঘোষ কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন। তিনজনই কেন্দ্রীয় কমিটিতে থাকবেন কি না, নাকি কাউকে বাদ দিয়ে নতুন মুখ অন্তর্ভুক্ত করা হবে তা নিয়ে কৌতূহল রয়েছে। সিপিএম সূত্রে খবর, নদিয়ার রমা বিশ্বাস, কনিনীকা ঘোষ বোস, মীনাক্ষী মুখোপাধ্যায়, দেবলীনা হেমব্রমদের নাম নিয়ে চর্চা রয়েছে।