BRAKING NEWS

Sai Baba Mandir : প্রয়াত হয়েছেন বিলোনীয়ার সাঁই বাবা মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ মজুমদার

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩ এপ্রিল৷৷ প্রয়াত হয়েছেন সাঁই বাবা মন্দির প্রতিষ্ঠাতা জগদীশ মজুমদার৷ রবিবার সকাল প্রায় ৪ টা ১৫ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি৷ মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭২ বৎসর৷ রেখে গেছেন দুই পুত্র সন্তান পুত্রবধূ নাতি-নাতনি৷ ২০১৭ সালে বিলোনিয়া মহকুমাদিন মাইছড়া, কলাবাড়িয়া স্থিত এলাকায় প্রায় তিন কানি জায়গার উপর তিনি সাঁই বাবার মন্দির গড়ে তোলেন৷ আস্তে আস্তে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে এসেছেন ঐক্যবদ্ধ হয়ে৷

মন্দির প্রতিষ্ঠাতা জগদিশ মজুমদারের উপর এলাকাবাসীদের ভালোবাসা সৃষ্টি হয়৷ অনেক নিষ্ঠা এবং সৎ ব্যক্তিত্ব ছিলেন শ্রদ্ধেয় জগদিশ মজুমদার৷ তিনি সাঁই বাবার মন্দির করার সাথে সাথে স্থানীয় এলাকাবাসীদের সুখে-দুখে পাশে দাঁড়িয়েছিলেন৷ বলা যায় এলাকার অভিভাবক হিসেবে তিনি চিহ্ণিত হন তিনি৷ কিন্তু এই সময়ে উনার চলে যাওয়াটা কেউই মন থেকে মেনে নিতে পারছেন না৷ কারণ এলাকাবাসীরা হারিয়েছেন একজন সৎ ব্যক্তিত্ব অভিভাবক কে৷ বলা যায় আস্তে আস্তে গোটা ত্রিপুরা রাজ্য থেকেই বিভিন্ন মহাকুমা বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ বাবার ভক্তরা মন্দিরে আসা শুরু করেন৷ যে জায়গা কে আগে কেউ চিনত না এখন সেটা একটাই নামে চিহ্ণিত হয়েছে একটি দর্শনীয় স্থান সাঁই বাবা মন্দির৷ রবিবার সাত সকালে উনার প্রয়ানের খবর শুনে ছুটে আসেন এলাকায় বিপুলসংখ্যক এলাকাবাসী, জড়ো হতে থাকেন মন্দির প্রাঙ্গণে উনাকে শেষবারের মতো দেখার জন্য৷ উনার মৃত্যুতে গোটা দক্ষিণ জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *