কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): বর্তমানে বেশ কিছুটা কমেছে করোনার প্রকোপ। স্বাভাবিকভাবেই ভিড় হচ্ছে মেট্রোতে। তাই যাত্রীদের সুবিধার্থে ইষ্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা সম্পূর্ণরূপে চালুর কথা ভাবছে কলকাতা মেট্রো । শোনা যাচ্ছে যাত্রী চাপ কমাতে বাড়তে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সীমা। ইতিমধ্যেই সেক্টর ফাইভ থেকে ফুলবাগান অবধি ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হয়ে গিয়েছে।
খুব শিগগিরই শিয়ালদহ স্টেশন থেকে শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবা। কলকাতা মেট্রো সূত্রে খবর, শিয়ালদহ স্টেশন মেট্রো চালু হলে যাত্রী বাড়তে পারে ইস্ট ওয়েস্ট মেট্রোয়, তাই ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সীমা ও মেট্রোর সংখ্যা বাড়ানোর ভাবনা চিন্তা করছে কর্তৃপক্ষ।

