BRAKING NEWS

ঢালাও নিয়োগ, বর্তমান সরকারের সময়ে প্রায় সাড়ে ১১ হাজার সরকারি চাকরি প্রদান করা হয়েছে : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

আগরতলা, ২ এপ্রিল (হি. স.) : বিজেপি-আইপিএফটি জোট সরকারের ঢালাও নিয়োগ হয়েছে। বর্তমান রাজ্য সরকার ক্ষমতাসীন হওয়ার পর এখন পর্যন্ত প্রায় সাড়ে ১১ হাজার সরকারি চাকরি প্রদান করা হয়েছে। রাজ্য সচিবালয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে রাজ্য অর্থ দপ্তর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানিয়েছেন। 

তিনি জানান, ওই সমস্ত চাকুরিতে বিভিন্ন দপ্তর মিলিয়ে নিয়মিত বেতনক্রমে চাকরি পেয়েছেন ৪ হাজার ৫৮৬ জন। এ-বিষয়ে বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন দপ্তরগুলির মধ্যে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে পেয়েছেন ১১২ জন, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরে ৫৪, সমবায় দপ্তরে ৮, শিক্ষা দপ্তরে ২৯৩০, নির্বাচন দপ্তরে ৪, অর্থ দপ্তরে ৮, মৎস্য দপ্তরে ১৮, খাদ্য ও জনসংভরণ দপ্তরে ১৩, বন দপ্তরে ১৪, সাধারণ প্রশাসনে ৯৬, গভর্নর সেক্রেটারিয়েটে ১ জন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ৩৬৩, স্বরাষ্ট্র দপ্তরে ২২৫, শিল্প ও বাণিজ্য দপ্তরে ৫০, তথ্য ও সংস্কৃতি দপ্তরে ২১, শ্রম দপ্তরে ১২, আইন দপ্তরে ৭৯, পরিকল্পনা ও সমন্বয় দপ্তরে ৬, পূর্ত দপ্তরে ১৩০, রাজস্ব দপ্তরে ৩১৭, গ্রামোন্নয়ন দপ্তরে ৭০, বিজ্ঞান ও প্রযুক্তি ২, পরিবহণ দপ্তরে ১, জনজাতি কল্যাণ দপ্তরে ২৬, সংখ্যালঘু কল্যাণ দপ্তরে ৮, অন্যান্য পশ্চাদপদ কল্যাণ ১ জন এবং তপশিলী জাতি কল্যাণ দপ্তরে ১৭ জন। সাথে তিনি যোগ করেন, টিএসআর ১,৩০০ জন এবং এসপিও ১,৩০০ জন নিয়োগ করা হয়েছে । চুক্তির ভিত্তিতে বিভিন্ন দপ্তরে চাকরি পেয়েছেন ২,১৫০ জন এবং আউটসোর্সিং-এর মাধ্যমে নেওয়া হয়েছে ২,১৫৮ জন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *