BRAKING NEWS

Russia : রুবলে না কিনলে গ্যাস দেবে না রাশিয়া

মস্কো, ১ এপ্রিল (হি.স.): রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করতে হলে দাম দিতে হবে রাশিয়ান মুদ্রা রুবলে।অন্যথালে গ্যাস সরবরাহ চুক্তি স্থগিত করবে রাশিয়া। এমন একটি ডিক্রিতে স্বাক্ষর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার থেকে এ ঘোষণা কার্যকর হবে। এবার থেকে রুবলে গ্যাস সরবরাহের জন্য রাশিয়ার একটি ব্যাংকে বিশেষ হিসাব খুলতে হবে।


পশ্চিমী নিষেধাজ্ঞার কারণে দরপতনের শিকার রুবলকে চাঙ্গা করানোর চেষ্টা হিসাবে দেখা হচ্ছে পুতিনের এ ঘোষণাকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার মস্কোতে বলেন, কেউ আমাদের কাছে বিনামূল্যে কিছু বিক্রি করে না। আমরাও কোনও দাতব্য কাজ করতে যাচ্ছি না।পুতিন বলেন, দাম পরিশোধের মাধ্যম রুবলে ধার্য করার অর্থ হচ্ছে রাশিয়ার সার্বভৌমত্বকে শক্তিশালী করা। পুতিনের স্বাক্ষরিত আদেশের অর্থ, রাশিয়ার গ্যাসের বিদেশি ক্রেতাদের সেদেশের গাজপ্রম ব্যাংকে হিসাব খুলে এতে ইউরো বা মার্কিন ডলার স্থানান্তর করতে হবে।বিশ্লেষকরা বলছেন, বিদেশি ক্রেতাদের গ্যাসের জন্য রুবলে দাম দেওয়ার মাধ্যমে বাজারে মুদ্রাটির অবস্থা ভালো হতে পারে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরে রুবলের মান দ্রুত হ্রাস পেয়েছে। তবে তা পুনরুদ্ধার হতে শুরু করেছে।যদিও রুশ গ্যাসের বড় ক্রেতা জার্মানি ইতিমধ্যে বলেছে, তারা রাশিয়ার ব্ল্যাকমেইলে নতিস্বীকার করবে না। ফ্রান্সও একই কথা বলেছে। পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তেলের বাজারের ওপর চাপ কমাতে তার দেশের কৌশলগত মজুদ থেকে রেকর্ড পরিমাণ তেল সরবরাহের ঘোষণা করবেন বলে প্রচারমাধ্যমে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *