নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.): নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও বিদেশ নীতি বিষয়ক উপদেষ্টা জিওফ্রে ভ্যান লিউয়েনের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৃহস্পতিবার দিল্লিতে উভয়ের মধ্যেই বৈঠক হয়। দু’জনের মধ্যে বিস্তৃত দ্বিপাক্ষিক বিষয়গুলির পাশাপাশি প্রধান আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়েও নিবিড় আলোচনা হয়েছে।
সূত্রের খবর, চলমান প্রতিরক্ষা, নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের মধ্যে অংশীদারিত্ব আরও জোরদার করতে উভয়েই সম্মত হয়েছেন। তাঁরা ঘনিষ্ঠ যোগাযোগে থাকতেও রাজি হয়েছেন।