Pushkar Singh Dhami: চারধাম যাত্রার প্রস্তুতি পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী ধামি

দেহরাদুন , ৩১ মার্চ (হি.স.) : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবছরের ‘চারধাম যাত্রা’র প্রস্তুতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার রাজ্য সচিবালয়ে একটি বৈঠকে বসেছেন। এদিন মুখ্যমন্ত্রীর কার্যালয় একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ” আগামী ৩ মে থেকে চারধাম যাত্রা অক্ষয় তৃতীয়ায় শুরু হবে, তখন গঙ্গোত্রী-যমুনোত্রীর দরজা খোলা হবে।” আর কেদারনাথ মন্দিরের দরজা ৬ মে খুলবে। বদ্রীনাথ মন্দিরের দরজাও ৮ মে খুলবে।

এর আগে ১ মার্চ পঞ্চ কেদারের আসন উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে কেদারনাথ মন্দিরের দরজা খোলার তারিখ ঘোষণা করা হয়েছিল। ঘোষণা করা হয়েছিল যে দরজা খোলার আগে ২ মে উখিমঠের ওমকারেশ্বর মন্দির থেকে কেদার বাবার ডলি (পালকি) কেদারনাথের উদ্দেশ্যে রওনা হবে।
চামোলি জেলার পুলিশ সুপার (এসপি), শ্বেতা চৌবে, বদ্রীনাথ মন্দিরের যাত্রা পথের সূক্ষ্ম বিবরণ পরীক্ষা করতে বদ্রীনাথে পৌঁছেছিলেন। তিনি ক্ষেত্রপাল, পাগলনালা, গুলাবকোটি, হেলাং, মারোয়ারি এলাকায় সম্ভাব্য বিপদের স্থানগুলি চিহ্নিত করেছেন।