ফিরোজাবাদ, ৩০ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ গাড়িতে ধাক্কা মারল একটি ট্রাক। মঙ্গলবার গভীর রাতের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, সৌভাগ্যবশত প্রাণে বেঁচে গিয়েছেন একজন। মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ফিরোজাবাদের একটি টোল প্লাজার কাছে। দুর্ঘটনায় মৃতদের নাম-রাম বাহাদুর ওরফে ছোটু (১৯), রাহুল (১৭), ওয়ালি মহম্মদ (১৮)। বাকি দু’জনের নাম ও পরিচয় জানা যায়নি।
এসএসপি আশিষ তিওয়ারি জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে টোল প্লাজার কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই পিকআপ গাড়িতে ধাক্কা মারে। মেরামতের জন্য পিকআপ গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়েছিল। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের, আগ্রার হাসপাতালে একজনের মৃত্যু হয়। পিকআপ গাড়ির মালিক গুরুতর আহত হয়েছেন, তাঁর চিকিৎসা চলছে।

