হাফলং (অসম), ২৯ মার্চ (হি.স.) : ডিমা হাসাও জেলা সদর শহর হাফলঙে একটি গাড়ি ও একটি মোটর বাইকে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা। হাফলং সরকারি মহাবিদ্যালয় আবাসনের গেটের সামনে আজ মঙ্গলবার ভোররাত প্রায় তিনটা নাগাদ এই ঘটনা সংগঠিত হয়েছে।
হাফলং থানা সূত্রে জানা গিয়েছে, জনৈক বিপ্লব নাথের লাল রঙের এস্কিউবি গাড়ি এবং রাজু ঘোষের মোটর বাইক রাখা ছিল হাফলং সরকারি মহাবিদ্যালয়ের আবাসনের গেটের বাইরে। কিন্তু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা এই গাড়ি ও মোটর বাইকটি জ্বালিয়ে দিয়েছে। আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও বিপ্লব নাথের গাড়ির অগ্ৰভাগ এবং রাজু ঘোষের বাইক সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। কে বা কারা, কী উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা গাড়ি ও মোটর বাইক জ্বালিয়েছে, এ সম্পর্কে পুলিশ তদন্ত শুরু করেছে। আজ সকালে গাড়ির মালিক বিপ্লব নাথ ও মোটর বাইকের মালিক রাজু ঘোষ হাফলং সদর থানায় পৃথক পৃথক এজাহার দাখিল করেছেন।
এদিকে কিছুদিন থেকে হাফলং শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। এর কারণ হিসেবে অভিযোগকারীরা বলছেন, শহরের বিভিন্ন স্থানে মদ ও ড্রাগসের আড্ডা বেড়ে গেছে। যার দরুন এ ধরনের ঘটনা সংগঠিত হচ্ছে হাফলঙে। এরই ফলস্বরূপ জনবহুল এলাকায় গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনা সংগঠিত হয়েছে।