নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ উদয়পুরের মহারানী এলাকায় একটি ইটভাটাতে তিন বছরের শিশুকন্যাকে কুপিয়ে হত্যার দায়ে অবশেষে খুনি তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ অভিযুক্ত শিবু চৌহান নামে ওই ব্যক্তিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়৷ আদালত থেকে তাকে তিন দিনের পুলিশ রিমান্ডে রাধা কিশোর পুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে৷ পাষণ্ড পিতা বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জনগণের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷
2022-03-29

