তিরুবনন্তপুরম, ২৮ মার্চ (হি.স.): কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা বনধের ভালোই প্রভাব পড়ল দক্ষিণ ভারতের রাজ্য কেরলে। থমকে গিয়েছে জনজীবন, রাস্তায় দেখা মেলেনি সরকারি বাস। শুধুমাত্র সরকারি বাস নয়, ট্যাক্সি, অটো এবং বেসরকারি বাসও সোমবার রাস্তায় নামেনি। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, এমন পরিষেবা ছাড়া সমস্ত কিছুই স্তব্ধ হয়ে পড়ে এদিন।
তিরুবনন্তপুরম-সহ কেরলের বিভিন্ন প্রান্তে বন্ধ ছিল দোকানপাট, বাজার। বন্ধ ছিল ব্যাঙ্ক, এটিএম-র শাটারও ছিল বন্ধ। সবমিলিয়ে বনধের ভালোই প্রভাব পড়েছে কেরলে। বনধের সমর্থনে কেরলে এদিন মিছিলও বের হয়। দক্ষিণ ভারতের আরেকটি রাজ্য অন্ধ্রপ্রদেশেও এদিন বনধের সমর্থনে মিছিল বের হয়।