৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত কংগ্রেস নেতা বান্ধু তিরকে, রায় শুনে বললেন আদালতের প্রতি আস্থাশীল

রাঁচি, ২৮ মার্চ (হি.স.): অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি মামলায় ৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেন ঝাড়খণ্ডের কংগ্রেস নেতা বান্ধু তিরকে। সোমবার রাঁচির বিশেষ সিবিআই আদালত বান্ধুকে ৩ বছরের কারাদণ্ড ও ৩ লক্ষ টাকা জরিমানা করেছে। ২০০৫-২০০৯ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের মন্ত্রী ছিলেন বান্ধু, তার বিরুদ্ধে ৬ লক্ষ ২৮ হাজার ৬৯৮ কোটি টাকা আয়ের থেকে অধিক সম্পত্তি অর্জনের অভিযোগ ছিল। সোমবার রাঁচির বিশেষ সিবিআই আদালতের বিচারক পি কে শর্মা রায় ঘোষণা করেন।

আদালতের রায়ে খুশি প্রকাশ করেছেন সাজাপ্রাপ্ত বান্ধু তিরকে। তিনি বলেছেন, আমি আদালতের প্রতি আস্থা রাখি। যা রায় দেওয়ার দরকার ছিল, দেওয়া হয়েছে…আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলব। আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি মামলায় ২০১০ সালে তার বিরুদ্ধে মামলা রুজু করেছিল সিবিআই।